Buddhadeb Bhattacharjee:'তিনি শতকরা ১০০ ভাগই আদর্শ শিক্ষক ছিলেন',মন্তব্য বুদ্ধবাবুর এককালের সহকর্মীর
ABP Ananda Live: 'তিনি শতকরা ১০০ ভাগই একজন আদর্শ শিক্ষক ছিলে। তিনি ছাত্রদের থেকে সমীহ আদায় করে নিতে জানতেন। তিনি মূলত আলাদা ঘরানায় ছাত্রদের শিক্ষা দিতেন। উনি যখন মুখ্যমন্ত্রী হলেন তখন আমাদের সকলেরই খুব গর্ব হয়েছিল', বুদ্ধবাবু প্রসঙ্গে মন্তব্য তাঁর স্কুলের সহকর্মীর ।
আরও খবর, ৮০ বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। আচমকাই শারীরিক অবস্থার অবনতি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ দুপুর পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানো যাবে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে। আগামীকাল আলিমুদ্দিনে দিনভর শেষশ্রদ্ধা, বিকেলে মিছিল করে দেহদান। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন ফুসফুসের সংক্রমণে। সকালে হঠাৎ COPD অ্যাটাক। নেমে যায় অক্সিজেন স্যাচুরেশন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল। আকস্মিক প্রয়াণে মর্মাহত। মীরাদি এবং সুচেতনের প্রতি আন্তরিক সমবেদনা জানাই, শোকপ্রকাশ করে পোস্ট মুখ্যমন্ত্রীর। গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।