Buddhadeb Bhattacharjee: প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, কোন পথে শেষ যাত্রা? ABP Ananda Live

প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার বিধানসভা, আলিমুদ্দিন স্ট্রিট হয়ে তাঁর শেষ যাত্রা পৌঁছোবে NRS মেডিক্য়াল কলেজ হাসপাতালে। সেখানে দেহ দান করা হবে। সিপিএম সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছে। শুক্রবার সকাল ১০.৩০ টায় পিস ওয়ার্ল্ড থেকে দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে। বিধানসভা ভবনে দেহ রাখা থাকবে আধঘণ্টা। বেলা ১২ থেকে দুপুর ৩.১৫ পর্যন্ত শ্রদ্ধা জানানো যাবে আলিমুদ্দিন স্ট্রিটে মুজফ্ফর আহমেদ ভবনে। দুপুর ৩.৩০টে থেকে দেহ থাকবে দীনেশ মজুমদার ভবনে। দুপুর ৩.৪৫-এ সেখান থেকে শুরু হবে শেষ যাত্রা। বিকেল ৪টেতে NRS মেডিক্য়াল কলেজে হবে দেহদান।                                                                                         

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola