Buddhadeb Bhattacharya : শ্বাসকষ্ট কমাতে দেওয়া হচ্ছে সিপ্যাপ, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেববাবু

Continues below advertisement

গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ভর্তি রয়েছেন উডল্যান্ডস হাসপাতালে। ফুসফুসের নিচের দিকে সংক্রমণ, জানানো হল হাসপাতাল সূত্রে। 

গত ৪ দিন ধরেই জ্বরে কষ্ট পাচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ক্রমশ তাঁর শ্বাসকষ্ট বাড়ছিল বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এদিন খুব বেশি শ্বাসকষ্ট হওয়ায় চিকিৎসকরা প্রথমেই বুকের এক্স-রে করেন। বুদ্ধদেব ভট্টাচার্যের বাঁদিকের ফুসফুসে সংক্রমণ বেশি। সংক্রমণ রয়েছে ডানদিকের ফুসফুসেও। শ্বাসনালীতেও সংক্রমণ রয়েছে। কী ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ জানতে রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ২ ধরনের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram