Buddhadeb Bhattacharya: প্রয়াত বুদ্ধবাবু, শোকস্তব্ধ রাজনৈতিক মহল, করা হল মরণোত্তর দেহদান |

Continues below advertisement

ABP Ananda Live: প্রয়াত বুদ্ধবাবু, শোকস্তব্ধ রাজনীতি মহল, করা হল মরণোত্তর দেহদান । বৃহস্পতিবার সকালে প্রয়াত হলেন (Died) রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। আজ সকাল সাড়ে নাগাদ ৫৯ নম্বর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ শায়িত থাকার পর দুপুর সাড়ে ১২টা তাঁর নশ্বর মৃতদেহটি নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে। আগামীকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে অবস্থিত সিপিএমের অফিস অফিসে। সেখানে তাঁর মৃতদেহে পুষ্পস্তবক অর্পণ করবেন অসংখ্য বাম নেতা-কর্মীরা। এপ্রসঙ্গে সিপিএমের পলিটব্যুরো মহম্মদ সেলিম জানান, আজ সকালে আমাদের প্রিয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।  আজ কিছুক্ষণ আগে ৫৯ পাম অ্যাভিনিউের ফ্ল্যাটে তাঁর মৃতদেহ শায়িত থাকবে। তারপর সেটি নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃতদেহ প্রায় ২৪ ঘণ্টা রাখার পর শুক্রবার তাঁর নশ্বর মৃতদেহটি নিয়ে যাওয়া হবে সিপিএমের রাজ্য কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানে সিপিএমের নেতা-কর্মী ও প্রচুর সাধারণ মানুষ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ-তে মাল্যদান করবেন। যেহুতু বুদ্ধবাবু আগেই নিজের নশ্বর দেহ দান করে দেন চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে। তাই নির্ধারিত সময় তাঁর দেহ পাঠানো হবে সংরক্ষণ করার জন্য। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram