Buddhadeb Bhattachrya: বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণায় প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত

CPIM News: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর চোখে দুনিয়া দেখবেন দুজন। সেই বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন উদ্যোগী হয়েছিলেন রাজ্যে শিল্পায়নের জোয়ার আনতে। দু-চোখে ছিল সেই স্বপ্ন।মরণোত্তর চক্ষুদান করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথালমোলজি সূত্রে দাবি,প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুটি কর্নিয়া সফলভাবে দু'জনের চোখে প্রতিস্থাপিত হয়েছে। চোখে অস্ত্রোপচারের পর দুই গ্রহীতার শারীরিক অবস্থা এখন সন্তোষজনক। মুখ্যমন্ত্রী থাকাকালীন চোখের সমস্যার কারণে একাধিকবার এই রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথালমোলজিতে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রেটিনার সমস্যা থাকলেও, বুদ্ধদেব ভট্টাচার্যর কর্নিয়া ঠিক ছিল। ছানি অপারেশন না করানোয় কর্নিয়ার গুণগত মান ভাল ছিল। চোখে অস্ত্রোপচারের পর ২ গ্রহীতার শারীরিক অবস্থা সন্তোষজনক বলে রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথালমোলজি সূত্রে খবর। আরও খবর, তারার দেশে বুদ্ধদেব ভট্টাচার্য। কাস্তে-হাতুড়ি-তারার পতাকা গায়ে জড়িয়ে শেষ যাত্রায় তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার আকুতি তাঁর অসংখ্য অনুরাগী ও গুণমুগ্ধদের। এদিন সকাল থেকেই তপসিয়ার পিস ওয়ার্ল্ডের সামনে জড়ো হন অনেকে। কারও হাতে ফুল, কারও হাতে ছবি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola