Buddhadeb Bhattyacharya: ভেন্টিলেশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেখতে গেলেন রাজ্যপাল

Continues below advertisement

গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। অবস্থা সঙ্কটজনক। বাইল্য়াটারেল নিউমোনিয়ায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাখা হয়েছে ফুল ইনভেসিভ ভেন্টিলেশনে। 

৪দিন ধরে জ্বর। ফুসফুস ও শ্বাসনালীতে সংক্রমণ। হঠাৎ অবস্থার অবনতি হওয়ায় উডল্যান্ডসে ভর্তি। বাড়িতে অ্যামবুল্যান্স পাঠিয়ে আনা হল গ্রিন করিডরে। 

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী। উডল্যান্ডসে গেলেন রাজ্যপাল। গেলেন বিজেপির রাজ্য সভাপতি-ও। আরোগ্য কামনা কুণালের। 

বাঁদিকের ফুসফুসে বেশি সংক্রমণ। সংক্রমণ ডান ফুসফুসেও। করা হল নেবুলাইজেশন। 

পঞ্চায়েত ভোট ঘিরেও এখনও অশান্তি। মগরাহাটে গুলি করে কুপিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে খুন। নাকাশিপাড়ায় নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন। 

মগরাহাটে তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুনের নেপথ্যে কি পঞ্চায়েতে ত্রিশঙ্কু বোর্ড গঠন নিয়ে টানাপোড়েন? বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের। নেপথ্যে জমি বিবাদ, দাবি পুলিশের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram