Sukanta Majumdar: আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে বজবজে তুমুল বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বজবজে সুকান্ত মজুমদারের উদ্দেশে 'জুতো', 'চোর' স্লোগান । আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার । ১০০ দিনের কাজের টাকার দাবিতে স্থানীয়দের বিক্ষোভ। বিজেপি রাজ্য সভাপতিকে উদ্দেশ্য করে 'জুতো' । তুমুল বিশৃঙ্খলা, সুকান্তর উদ্দেশে 'চোর' স্লোগান । সুকান্তকে ঢাল দিয়ে ঘিরে রাখলেন নিরাপত্তা কর্মীরা নিরাপত্তার ঘেরাটোপে দীর্ঘক্ষণ হেঁটে আসতে হয় বিজেপি রাজ্য সভাপতিকে । বিক্ষোভের নেপথ্যে তৃণমূল কংগ্রেস, দাবি সুকান্ত মজুমদারের । পুলিশকে জানিয়ে আসা সত্ত্বেও এই পরিস্থিতি, গণতন্ত্রের হত্যা, প্রতিক্রিয়া সুকান্তর
আরও খবর..
এবার স্পন্সরশিপ পেল ১০৭ বছরের পুরনো কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। পার্ক স্ট্রিটে কালীঘাট ক্লাবের তাবুতে একটি অনুষ্ঠানের মাধ্যমে শতায়ু এই ক্লাবের হাত ধরল বেসরকারি ফেডারেল ব্যাঙ্ক। ক্লাবের ফুটবলার থেকে রেফারিদের দেওয়া হল একজোড়া বুট সহ ফুটবল কিট। উদ্বোধন করা হল ক্লাবের নতুন জার্সির। পাশাপাশি এভারেস্ট জয়ী পিয়ালি বসাককে সম্বর্ধনা জানানো হল কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে।
ফের বিমান-বিভ্রাট, আকাশে উড়েও যান্ত্রিক ত্রুটিতে ফিরল স্পাইস জেটের উড়ান । হায়দরাবাদ বিমানবন্দরে ফিরল এসজি ২৬৯৬ উড়ান । হায়দরাবাদ থেকে তিরুপতি যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি । টেক অফের কিছুক্ষণের মধ্যেই ব্যাগেজ ডোরে সমস্যা । বাধ্য হয়ে হায়দরাবাদে ফেরার সিদ্ধান্ত পাইলটের । নিরাপদে অবতরণের পর যাত্রীদের নামানো হয় । পরীক্ষার পর ফের যাত্রা বিমানের