Budge Budge News: বজবজ থানা চত্বর থেকে পালিয়ে গেল বন্দি ! কোর্ট থেকে এনে থানায় ঢোকানোর সময় চম্পট | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বজবজ থানা চত্বর থেকে পালিয়ে গেল বন্দি। আলিপুর কোর্ট থেকে এনে থানায় ঢোকানোর সময় চম্পট। কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে গেল বন্দি। পলাতক অমিত রাজভরকে গন্ডগোল ও মারধরের ঘটনায় গ্রেফতার করেছিল পুলিশ। আজ কোর্ট থেকে হেফাজতে পেয়ে থানায় ঢোকানোর সময় চম্পট বন্দির।
আরও খবর...
উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি, কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা তথাগত রায়ের। রাজ্য নেতৃত্বের থেকে কেন্দ্রীয় নেতৃত্বের গলদ বেশি। পশ্চিমবঙ্গের মতো এমন কঠিন রাজ্যে পূর্ণসময়ের সভাপতি নেই। বিজেপি নেতাদের বক্তৃতায় কোনও সামঞ্জস্য নেই। বিজেপির কোনও লাইন নেই, কী বলতে হবে কেউ জানেন না। উপনির্বাচনে ভরাডুবির পর বিস্ফোরক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়
বজবজ থানা চত্বর থেকে পালিয়ে গেল বন্দি। আলিপুর কোর্ট থেকে এনে থানায় ঢোকানোর সময় চম্পট। কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে গেল বন্দি। পলাতক অমিত রাজভরকে গন্ডগোল ও মারধরের ঘটনায় গ্রেফতার করেছিল পুলিশ। আজ কোর্ট থেকে হেফাজতে পেয়ে থানায় ঢোকানোর সময় চম্পট বন্দির।