Budge Budge: বজবজে সিন্ডিকেট-সংঘর্ষ, সাতদিন পর গ্রেফতার তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্য | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বজবজে সিন্ডিকেট-সংঘর্ষে, ঘটনার সাতদিন পর গ্রেফতার FIR-এ নাম থাকা তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্য। এখনও পলাতক এক শাসকনেতা। সংঘর্ষের এক সপ্তাহ পর এলাকা থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক টিম ও CID-র বম্ব স্কোয়াড।
হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার IC
হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার IC। গতকাল রাত ১২টা নাগাদ মধ্য হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে নেতাজি সুভাষ রোডে গুলি চলে। গুলিবিদ্ধ হন জয়ন্ত পাল। ওই পুলিশ অফিসার হুগলি জেলায় কর্মরত। পুলিশের বোর্ড লাগানো গাড়িতে চড়ে ওই এলাকায় আসেন জয়ন্ত। সঙ্গে একজন মহিলা ছিলেন। পুলিশ সূত্রে খবর, গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর যায় শিবপুর ও ব্যাঁটরা থানায়। ওই পুলিশ অফিসারের বাঁ হাতে গুলি লাগে। তাঁকে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে পুলিশ অফিসারের সঙ্গিনীর কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।