ABP Live Food Junction: ১০ টাকায় চা, ৯৯ টাকায় পেটপুরে ভোজ, কলকাতার কোথায় এমন খানা-খাজানা?

ABP Live Food Junction:মাটির ভাড়ে পিৎজা (Pizza), চিজে ঠাসা মোমো (momo)। কুলহার মোমো-কুলহার পিৎজা কী? চেখে দেখতে হলে আসতে হবে যোধপুর পার্কের (Jodhpur Park) Varg Cafe-তে। রয়েছে রাইস কম্বোর নানা অফার। চিংড়ি থেকে চিকেনের বার্বিকিউয়ের মনপসন্দ খাবারও রয়েছে মেনুতে (Menu)। রসনাতৃপ্তির হরেক উপাদান নিয়ে হাজির দক্ষিণ কলকাতার এই ক্যাফে (Cafe)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola