ABP Live Food Junction: ১০ টাকায় চা, ৯৯ টাকায় পেটপুরে ভোজ, কলকাতার কোথায় এমন খানা-খাজানা?
Continues below advertisement
ABP Live Food Junction:মাটির ভাড়ে পিৎজা (Pizza), চিজে ঠাসা মোমো (momo)। কুলহার মোমো-কুলহার পিৎজা কী? চেখে দেখতে হলে আসতে হবে যোধপুর পার্কের (Jodhpur Park) Varg Cafe-তে। রয়েছে রাইস কম্বোর নানা অফার। চিংড়ি থেকে চিকেনের বার্বিকিউয়ের মনপসন্দ খাবারও রয়েছে মেনুতে (Menu)। রসনাতৃপ্তির হরেক উপাদান নিয়ে হাজির দক্ষিণ কলকাতার এই ক্যাফে (Cafe)।
Continues below advertisement