Budget 2025: বাজেটে রেলের জন্য ২ লক্ষ ৫২ হাজার কোটি টাকা বরাদ্দ! ঢেলে সাজানো হচ্ছে পরিকাঠামো!

ABP Ananda LIVE : বাজেটে বাড়তি বরাদ্দের লক্ষ্মীলাভ রেলেরও। 'বাজেটে ২ লক্ষ ৫২ হাজার কোটি টাকার বরাদ্দ মিলেছে'। 'এতে দেশজুড়ে রেল সম্প্রসারণে সুবিধা হবে'। 'যাত্রী সুরক্ষায় ১ লক্ষ ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছিল রেল'। 'আগামী বছর এই অঙ্ক বেড়ে দাঁড়াবে ১ লক্ষ ১৬ হাজার কোটি'। '১০০ নতুন অমৃত ভারত ট্রেন তৈরি হবে'। '৫০টি নতুন নমো ভারত ট্রেন তৈরি হবে'। '২০০ নতুন বন্দে ভারত স্লিপার ও চেয়ার কার ট্রেন তৈরি হবে'। '১৭ হাজার জেনারেল কোচ তৈরি হবে'। ১ হাজার ফ্লাইওভার, আন্ডারপাস তৈরি হবে বাজেটে বরাদ্দ টাকায়, জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

 

 

একই কলেজের ২ পক্ষের মধ্যে সংঘাতের জের। আর এর জেরে এবার কলেজ ক্যাম্পাসেই উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। শিক্ষামন্ত্রীর সামনে স্লোগান দিলেন যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের পড়ুয়ারা। আর এই নিয়ে কড়া অবস্থানে কলেজের পরিচালন সমিতির সভাপতি মালা রায়। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ ইস্যু টেনে, মমতার সরকারকে জোর নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola