RG Kar News: নতুন বছরে মেরামত হতে চলেছে আর জি কর-এর জরুরি বিভাগের বিল্ডিং | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর-এর জরুরি বিভাগে বিল্ডিং মেরামতির কাজ শুরু ছাড়পত্র দিয়েছে কলকাতা পুলিশ এবং সিবিআই
আরও খবর...
রাজ্যে পরপর অনুপ্রবেশকারী, এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দু অধিকারীর। 'পরপর ধরা পড়ছে বাংলাদেশি নাগরিক, যারা এদেশে এসে বেআইনিভাবে বসবাস করছে'। 'সারা রাজ্য থেকেই ক্রমাগত এই ধরনের খবর আসছে'। 'এরা ভুয়ো পরিচয়পত্র নিয়ে এরাজ্যে বসবাস করছেন'। এরকম ৩ ব্যক্তির নাম জানি যারা নকল পরিচপত্র দিয়ে এরাজ্যে বাস করছে, পোস্ট শুভেন্দুর। 'যত দ্রুত সম্ভব কোনও ঠিকঠাক কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক'। দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা হোক, এক্স হ্যান্ডলে পোস্টে দাবি বিরোধী দলনেতার। 'প্রথম জন ওবাইদুল হুজুর, বাংলাদেশের খুলনা জেলার সোনাডাঙা উপজেলার বাসিন্দা'। 'জঙ্গি গোষ্ঠী সদস্য ওবাইদুল হুজুর নদিয়ার শান্তিপুরে বেশ কিছুদিন ধরে ঘাপটি মেরে রয়েছেন'। 'দ্বিতীয়জন রাজু মণ্ডল, যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা'। 'থাকেন বজবজে, বেআইনি অনুপ্রবেশকারীদের নকল ভারতীয় নথি তৈরিতে সাহায্য করেন'। 'তৃতীয় জনের নাম এস কে নুরু, তিনি বাংলাদেশের নাগরিক'। 'পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকে থাকেন'। 'সবরকম বেআইনি এবং অনৈতিক কাজকর্মের সঙ্গে তাঁর যোগ আছে'। 'পশ্চিবঙ্গে এখন এই ধরনের বেআইনি অনুপ্রবেশকারীদের হাবে পরিণত হয়েছে'। 'পুলিশ নিস্পৃহ, শাসকদল নির্বাচনে জেতার জন্য এদের সাহায্য নেয়'। অনুপ্রবেশ বন্ধ করতে পশ্চিমবঙ্গে যত দ্রুত সম্ভব এনআরসি চালু করা উচিত, দাবি শুভেন্দুর।