Kolkata airport: কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে মিলল গুলি
Continues below advertisement
কলকাতা বিমানবন্দরে (Kolkata airport) এক যাত্রীর ব্যাগ থেকে মিলল ৪ রাউন্ড গুলি (Bullet)। বোর্ডিংয়ের আগে চেকিংয়ের সময়, বিহারের বাসিন্দা মহম্মদ গালিবের হ্যান্ড ব্যাগ থেকে গুলি উদ্ধার হয়। ওই বিমান যাত্রীকে গ্রেফতার (Arrest) করেছে NSCBIA থানার পুলিশ। বিহারের বাসিন্দা ওই ব্যক্তি মায়ের সঙ্গে এয়ার এশিয়ার বিমানে ব্যাঙ্গালোরে যাচ্ছিল। বিমানবন্দরে চেকিংয়ের সময় ব্যাগে গুলি থাকার বিষয়টি সিআইএসএফের (CISF) নজরে আসে।
Continues below advertisement