Burdwan Online Wedding : বর্ধমানে বিয়ে করতে বর সাইকেলে , ডিজিট্যাল মাধ্যমে হল অতিথি আপ্যায়ন

Continues below advertisement

সাইকেলে চেপে বর পৌঁছলেন বিয়ের আসরে । তারপরে Google Meet এ বিয়ে দেখলেন আত্মীয়স্বজনরা। বাড়ি-বাড়ি গেল জোম্যাটোর ফুড প্যাকেট !! বর্ধমানের সন্দীপন-অদিতির বিয়ে যেন সারপ্রাইজের কম্বো ! বিয়েতে নিমন্ত্রিতরা হাজির থাকবেন গুগল মিটে। তাঁদের নৈশ ভোজ পৌঁছে দেবে জোম‍্যাটো। এমন কথা তো ছিলই। বর্ধমানের সন্দীপনের বিয়ের চমকে নতুন সংযোজন বর ও বরযাত্রীর সাইকেল র‍্যালি। বেশ কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে হবু বর গেলেন শ্বশুরবাড়ি। কারণ ? শুনুন পাত্রের মুখেই। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram