Burdwan News : বর্ধমান মেডিক্যাল কলেজে ভুল রক্ত দেওয়ায় মৃত্যু রোগীর ! ABP Ananda Live
ABP Ananda LIVE : এক নমিতার জন্য আনা রক্ত দেওয়া হল অন্য নমিতাকে !বর্ধমান মেডিক্যাল কলেজে ভুল রক্ত দেওয়ায় মৃত্যু রোগীর !পদবি আলাদা হলেও একই নামের ২ রোগী ভর্তি একই ওয়ার্ডে। নমিতা মাঝির জন্য আনা রক্ত নমিতা বাগদিকে দেওয়ার অভিযোগ। ভাতারের বাসিন্দা নমিতা মাঝি ভর্তি ছিলেন জরুরি বিভাগে। ব্লাড ব্যাঙ্ক থেকে নমিতা মাঝির জন্য আনা রক্ত দেওয়া হয় নমিতা বাগদির দেহে! পরে ভুল বুঝতে পেরে নমিতা বাগদিকে রক্ত দেওয়া বন্ধ করা হয়, দাবি নমিতা মাঝির ছেলের। চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু, অভিযোগ নমিতা বাগদির ছেলের। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন বর্ধমান মেডিক্যাল কলেজের। ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে মৃত্যুর কারণ, জানালেন বর্ধমান মেডিক্যাল কলেজের সুপার।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি প্রথম সরব হয়েছিলেন, আখতার আলিকেই দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর !
দুর্নীতির অভিযোগ তোলা আখতার আলিকেই দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হল। তাঁর বিরুদ্ধে সরঞ্জাম পাইয়ে দেওয়ার বদলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ইস্তফা গ্রহণ না করে আখতার আলিকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর। বর্তমানে কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার তিনি। আর জি কর মেডিক্যালে ডেপুটি সুপার থাকাকালীন দুর্নীতির অভিযোগ তোলেন আখতার। তাঁর অভিযোগের প্রেক্ষিতেই সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পরে চাকরি ছাড়ার জন্য পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। কিন্তু, সেই ইস্তফাপত্র গ্রহণ না করে তাঁকেই সাসপেন্ড করা হল। আখতার আলিকে সাসপেন্ড করে রাজ্য স্বাস্থ্য দফতর জানাল, 'আখতার আলির অভিযোগেই মিলেছে দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ।' তাঁর বিরুদ্ধে বরাত পাইয়ে দিতে টাকা, পরিবারের জন্য বিমানের টিকিট নেওয়ার অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, দু'টি সংস্থা থেকে একাধিকবার বিমানের টিকিট কাটিয়েছেন আখতার আলি। একটি সংস্থা থেকে স্ত্রীর অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা নিয়েছেন। চতুর্থ আরেকটি সংস্থা থেকে ২ লক্ষ ৩৯ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ৪ কোটি ১৪ লক্ষের বরাত পাইয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হয়েছে।