Burdwan Update: রাস্তায় জল, সদ্যোজাত-সহ প্রসূতিকে ফেলে গেল অ্যাম্বুল্যান্স। ABP Ananda Live
Burdwan News: কাটোয়া মহকুমা হাসপাতাল থেকে তিনদিনের বাচ্চাকে নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন প্রসূতি। কাটোয়া থেকে কোড়ুই যাওয়ার রাস্তায় জল দেখে যেতে আপত্তি মাতৃযান চালকের। জলের মধ্যে নামানোর আগে হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ প্রসূতির। হাসপাতালে ফেরাতে বাড়তি টাকা চাওয়ার অভিযোগ মাতৃযান চালকের বিরুদ্ধে। টাকা না থাকায় প্রসূতিকে নিয়ে গেল না মাতৃযান, ফিরে গেল কাটোয়া হাসপাতালে।
আরও খবর,
তাজপুরে উচ্ছেদ অভিযানে বিতর্কিত মন্তব্য অখিল গিরির। এলাকায় হাজির মহিলা সরকারি আধিকারিকের উদ্দেশ্যে অপমানসূচক মন্তব্য কারামন্ত্রীর। 'আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন'। 'এরপর এলে এলাকা থেকে ফিরতে পারবেন না'। বন দফতরের জায়গায় বসে থাকা ব্যবসায়ীদের তুলতে অভিযান শুরু হয় সকালে। বন দফতরের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যবসায়ীরা। স্থানীয় সেই বিক্ষোভকে সমর্থন করেন স্থানীয় বিধায়ক ও কারামন্ত্রী অখিল গিরি। অভিযানে যাওয়া বন দফতরের আধিকারিকদের শাসানি মন্ত্রীর। মানুষের সঙ্গে মিলেমিশে না চললে আপনার আয়ু বড়জোর ১৫ দিন, বন দফতরের আধিকারিকদের হুঁশিয়ারি মন্ত্রীর।