Awas Yojona: বর্ধমানের পূর্বস্থলীতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিডিও। ABP Ananda Live

Continues below advertisement

Burdwan News: আবাস প্রকল্প ঘিরে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আবাস প্রকল্পের সমীক্ষা করতে গিয়ে গত কয়েকদিনের মধ্যে বেশকিছু জায়গায় বিক্ষোভের খবর এসেছে। এর আগে বিভিন্ন জেলায় শাসক দলের নেতা-কর্মীরা সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছেন আবাস দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। এবার বিক্ষোভের মুখে পড়লেন পূর্বস্থলীর বিডিও।

 

 

আর জি কর-কাণ্ডের ৮৩ দিন পার, অধরা বিচার । ফের CBI-এর চার্জশিট নিয়ে প্রশ্ন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। 'বিচারের দাবিতে ৯ নভেম্বর বিভিন্ন মেডিক্যাল কলেজে দ্রোহের গ্যালারি'। ৯ নভেম্বর: আন্দোলন নিয়ে জনমত সংগ্রহ অভিযান জুনিয়র ডাক্তারদের। ৯ নভেম্বর বিকেল ৩: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিলের ডাক WBJDF-এর। ৯ নভেম্বর জেলায় জেলায় নাগরিক সমাজকে পথে নেমে প্রতিবাদের আহ্বান। 'CBI যেভাবে দায়সারা তদন্ত করছে, তাতে জামিন পেয়ে যেতে পারে অভিযুক্তরা' 'আর জি কর-কাণ্ডে আর কে বা কারা জড়িত? কবে বের করবে CBI?' 'টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে আর কবে চার্জশিট পেশ হবে?' কার নির্দেশে তথ্যপ্রমাণ নষ্ট করা হল? CBI-কে প্রশ্ন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram