Dilip Ghosh: 'আমি ৫ বছর থাকব, তখন হিসেব হবে', বর্ধমানে প্রচারে বাধা দিতেই হুঙ্কার দিলীপের
বর্ধমানে দিলীপকে প্রচারে বাধা, পাল্টা হুঙ্কার বিজেপি প্রার্থীর। 'আমাকে আটকাতে পারেনি, চমকে ধমকে রাজনীতি করতে দেব না। বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের ধমকানো হচ্ছে', আমি ৫ বছর থাকব, তখন হিসেব হবে, হুঙ্কার দিলীপ ঘোষের