Burdwan News: ঘর এল করে এল নাতনি, অভিনব অভ্যর্থনা দাদুর

ABP Ananda Live: ফুল দিয়ে সাজানো গাড়িতে সদ্যোজাতকে বাড়ি নিয়ে গেলেন দাদু। বৈঁচি আলিপুরের বাসিন্দা শেখ জাহাঙ্গিরের পরিবারে সকলের পুত্র সন্তান। পরিবারে কন্যা সন্তান হলে গাড়ি সাজিয়ে তাকে বাড়ি নিয়ে যাবেন বলে ঠিক করেন তিনি। রবিবার কন্যা সন্তানের জন্ম দেন শেখ জাহাঙ্গিরের পুত্রবধূ মেহেনাজ খাতুন। নাতনিকে বাড়ি নিয়ে যেতে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে হাসপাতালে হাজির গোটা পরিবার। এ যেন এক নজির গড়লেন শেখ জাহাঙ্গির ও তাঁর পরিবার। সমাজেও দিলেন এক বার্তা। 

 

 

কারও হাতে বেশি ক্ষমতা চলে গেলে অপব্যবহার করা হয়: সৌগত রায় 

“৪ এপ্রিল আমাদের সাংসদরা নির্বাচন কমিশনে গিয়েছিলেন স্মারকলিপি দিতে। আমি মিছিলে যাইনি। বিজয় চকে অপেক্ষা করছিলাম। আমি চোখে দেখিনি। সত্যি বলে থাকলে দলের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। পুলিশকে বলার মতো ঘটবে কেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ ছিলেন। ওয়াকফ বিলের দিন ছাড়া আসতে পারেনি। ফলে সবটা ম্যানেজ করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হচ্ছিল না। কারও হাতে বেশি ক্ষমতা চলে গেলে অপব্যবহার করা হয়,” সৌগত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola