Burdwan News: বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যমৃত্যু, বাথরুম থেকে উদ্ধার দেহ

ABP Ananda Live: বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যমৃত্যু । সংশোধনাগারের বাথরুম থেকে উদ্ধার বিশ্বজিৎ সাঁতরার ঝুলন্ত দেহ।  বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। ২০১৮-র একটি খুনের মামলায় সাজাপ্রাপ্ত বন্দি বিশ্বজিৎ । ধনেখালির গোপীনাথপুর ২ গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান মৃত্যুঞ্জয় বেরাকে খুনে সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ।

 

কোনও পোস্টে লেখা, অভিষেককে মানুন। ED, CBI-এর ভয়ে গদ্দার , শুভেন্দুর সঙ্গে লুকায়িত সম্পর্ক ছাড়ুন...! কোথাও আবার লেখা হয়েছে,আগামীকে মানতে হল। কেউ লিখেছেন, আগামীকে মানতে হবে অধিনায়ক অভিষেক ব্য়ানার্জি জিন্দাবাদ। শনিবার ভুতূড়ে ভোটারের প্রসঙ্গ ছাড়িয়ে, কার্যত ছাব্বিশের লড়াইয়ের ব্লু প্রিন্ট এঁকেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।ফের একবার স্পষ্ট করে দিয়েছেন পারফরমেন্সই শেষ কথা।আর এরপর থেকেই সোশাল মিডিয়াজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে একের পর এক পোস্ট সামনে আসছে। কেউ লিখছেন, আজকে যা বুঝলাম আগামীকে মানতেই হবে আগামী তৈরি!এন্ট্রিটা কেমন হল নামটা মনে রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি পোস্ট করে লিখেছেন, পোলা তো নয় আগুনের গোলা। কেউ লিখেছেন, ওদের বলে দিও, ফ্যাম আগেই বলেছিল 'আগামীকে মানতে হবে'জয়তু অধিনায়ক। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola