Burdwan News : ৫০-৫৫ জন যাত্রী নিয়ে বেসরকারি বাসে আগুন, তারপর ?
বর্ধমানের ( Burdwan ) নবাবহাট মোড়ে জাতীয় সড়কের ওপর চাকা ফেটে যাত্রীবোঝাই বাসে আগুন ( Bus Fire ) লাগার ঘটনা ঘটল। বরাতজোরে রক্ষা পেলেন যাত্রীরা। ৫০-৫৫ জন যাত্রী নিয়ে বেসরকারি বাসটি বাবুঘাট থেকে বিহারের ভাগলপুরে যাচ্ছিল। গতকাল রাত সোয়া ১টা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময়, বাসের পিছনের চাকা ফেটে যায়। এরপরই দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাস। যাত্রীরা নেমে গেলেও, তাঁদের ব্যাগপত্র ও বাসের ছাদে থাকা পণ্যসামগ্রী পুড়ে যায়। দমকলের ২টি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।