Shaktigarh Langcha: শক্তিগড় ল্যাংচাকাণ্ডে এবার এফআইআর দায়ের। ABP Ananda Live
ABP Ananda Live: শক্তিগড় ল্যাংচাকাণ্ডে এবার এফআইআর দায়ের। শক্তিগড় থানায় এফআইআর দায়ের ফুড সেফটি অফিসারের। ২০ জুলাই শক্তিগড়ে অভিযান চালিয়ে ছত্রাক পড়ে যাওয়া প্রচুর ল্যাংচা উদ্ধার করা হয়। ল্যাংচায় ছত্রাক থাকার কথা অস্বীকার ব্যবসায়ীদের একাংশের। গত শনিবার শক্তিগড়ে ১৯ নং জাতীয় সড়কের ধারে ল্যাংচা হাব থেকে বস্তা বস্তা ল্যাংচা তুলে নিয়ে গিয়ে জেসিবি দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়। মূলত গোডাউনে বস্তা বস্তা ফাংগাস ভরা আধকাঁচা ল্যাংচা রয়েছে, এই খবর পেয়ে বর্ধমানে শক্তিগড়ে ফের হানা দেয় প্রশাসনিক আধিকারিকদের। জেসিবি নিয়ে এসে মাটি খুড়ে মাটিতে পুতে নষ্টও করা হয় খাবারের অযোগ্য ল্যাংচা। এদিন শক্তিগড় ল্যাংচাকাণ্ডে এবার এফআইআর দায়ের। ২১ জুলাইয়ের আগে বৃহস্পতিবারের পর ফের শনিবার বর্ধমানের বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে হানা দেয় স্বাস্থ্য দফতর। জেলা পুলিশ, ক্রেতা সুরক্ষা দফতর ও লিগ্যাল মেট্রোলজি দফতর। ওইদিন অভিযানের নেতৃত্ব দেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুবর্ণ গোস্বামী ও ডেপুটি পুলিশ সুপার (ডিইবি) এ এস চ্যাটার্জী। এই হানাদারিতে প্রতিনিধিরা দেখেন, অধিকাংশ দোকানের রান্না-ঘর এখনও অস্বাস্থ্যকর, মিষ্টির কড়াইয়ে নেই ঢাকনা। কারিগরদের কোনও স্বাস্থ্যপরীক্ষা হয় না। নেই সামান্য পরিচ্ছন্নতা বজায়ও।