Burdwan News: 'ওরা আমায় বাঁচতে দেবে না', ফালাকাটা, মেমারির পর এবার কালনায় নারী নির্যাতন

Continues below advertisement

Kalna News: 'ওরা আমায় বাঁচতে দেবে না'। ফোনে এই কথা বলার কিছুক্ষণের মধ্য়েই কালনা স্টেশনের পাশে রেল লাইন থেকে উদ্ধার ছাত্রীর দেহ। উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রীর রক্তাক্ত দেহ, মৃত ছাত্রীর নাম অঙ্গনা হালদার, বাড়ি পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামে। 'টিউশন পড়ার জন্য় মায়ের সঙ্গে কালনায় এসেছিল ওই ছাত্রী'। 'ছুটির সময় মাকে ফোন করে মেয়ে'। ওরা আমাকে বাঁচতে দেবে না, বলেই কেটে দেয় ফোন, দাবি মৃতার কাকার। আত্মহত্যা নয়, খুন করা হয়েছে মেয়েকে, দাবি পরিবারের। 

 

 

সিতাই উপনির্বাচনে এবার তৃণমূল সাংসদের সার্জারির দাওয়াই! 'হোমিওপ্যাথই, অ্যলোপ্যাথি, কবিরাজি করবেন, না হলে কাঁচি চালাবেন'। 'বলটা যেন গোলপোস্টেই যায়, তার জন্য যা করার করতে হবে'। সিতাইয়ের উপনির্বাচনের প্রচারে হুঙ্কার জগদীশ বর্মা বসুনিয়ার। ফের লাইনচ্য়ুত এক্সপ্রেস।

দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইনচ্য়ুত হল ডাউন শালিমার সেকন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেসে। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ শালিমাার স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটে এই ঘটনা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram