Tab Scam: পূর্ব বর্ধমানে ট্যাব কেলেঙ্কারি, মালদায় শিক্ষক গ্রেফতার। ABP nanda live

Burdwan News: পূর্ব বর্ধমানে ট্যাব কেলেঙ্কারি, মালদায় শিক্ষক গ্রেফতার। মালদায় ধৃত ৫জনের মধ্যে স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক! ভগবানপুর KBS স্কুলের শিক্ষক রকি শেখ গ্রেফতার। বৈষ্ণবনগরের বাড়ি থেকেই চুক্তিভিত্তিক শিক্ষক গ্রেফতার। ১২ ঘণ্টা ধরে জেরার পরে গ্রেফতার, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত। বিভিন্ন স্কুলের ইউজার আইডি পাচার করার অভিযোগে গ্রেফতার: সূত্র। 

 

 

'জগদ্দলে যেখানে গুলি চলেছে সেখান থেকে ফিতে দিয়ে মাপলে ২০-২৫ মিটার দূরত্বে থানা।  থানার পিছনে জুয়ার ঠেক চলে, মদের ঠেক চলে', গুলি কাণ্ডে মন্তব্য অর্জুন সিংহের।  আরও খবর, নৈহাটিতে চলছে ভোট, ভাটপাড়ায় চলল গুলি। গুলিতে নিহত তৃণমূলের ওয়ার্ড সভাপতি অশোক সাউ। জখম ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি। দোকানে ঢুকে গুলি চালায় বেপরোয়া দুষ্কৃতীরা। এলোপাথাড়ি বোমাও ছোড়ার অভিযোগ স্থানীয়দের।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola