TMC News: পূর্ব বর্ধমানের কালনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। ABP Ananda Live

ABP Ananda Live: পূর্ব বর্ধমানের কালনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তৃণমূল পরিচালিত কালনা পুরসভার বিরুদ্ধে অসহযোগিতা, দুর্নীতির অভিযোগ কালনার তৃণমূল বিধায়কের। তৃণমূলের কোন্দল সামনে আসতেই তীব্র কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূল পরিচালিত কালনা পুরসভার বিরুদ্ধে অসহযোগিতা ও দুর্নীতির অভিযোগ তুললেন খোদ তৃণমূল বিধায়ক। স্থানীয় বিদ্যালযের একটি রান্না ঘরের উদ্বোধন করতে গিয়েছিলেন বিধায়ক। সেখানেই পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এরপর কালনা শহরের মহিষ মর্দিনী পুজো কমিটির একটি ভবনের উদ্বোধনে গিয়ে কালনা পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন বিধায়ক। কিছুদিন আগে কালনা রাজবাড়িতে এই পুরপ্রধান আনন্দ দত্তর দাদাগিরির ছবি সামনে আসে। ভাইরাল ভিডিওতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিক ও নিরাপত্তারক্ষীদের ধাক্কা মারতে ও গালিগালাজ করতে দেখা যায় পুরপ্রধানকে। তখনও এর বিরুদ্ধে সরব হয়েছিলেন বিধায়ক। জনপ্রতিনিধির এই ধরনের আচরণ করা ঠিক নয় বলে জানিয়েছিলেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola