Bus accident: সাতসকালে ডালহৌসিতে দুর্ঘটনা
সাতসকালে ডালহৌসিতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় সরকারি বাস (Bus)। বেপরোয়া বাসের ধাক্কায় গুঁড়িয়ে যায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুমটি। গুরুতর জখম হন মেট্রোর তিন কর্মী। তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। শিয়ালদা থেকে ঠাকুরপুকুর যাওয়ার পথে, মহাকরণের কাছে বাঁক নেওয়ার সময় বিবাদী বাগ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে S-3A রুটের সরকারি বাসটি। দুর্ঘটনার পরেই বাস ফেলে চালক পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়াভাবে ছুটছিল বাসটি। সম্ভবত সেই কারণেই চালক নিয়ন্ত্রণ হারান।