Bus Accident: পুলিশি তৎপরতার জের, ডোরিনা ক্রসিংয়ে হেলে পড়া বাস থেকে তড়িঘড়ি নামানো হল যাত্রীদের | Bangla News

ডোরিনা ক্রসিংয়ে (Dorina Crossing) দুর্ঘটনাস্থলে হেলে পড়ল আরও একটি বাস। বাস থেকে যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে আনল পুলিশ। আটক করা হল ‘আনফিট’ বাসের (Unfit Bus) চালককে। একই রুটের বাস ডোরিনা ক্রসিংয়ের ওপর দিয়ে যাচ্ছিল। বাসটি ‘আনফিট হওয়ায় হেলে পড়ে, আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola