Bus Strike।সকাল থেকে কাটোয়া বাস স্ট্যান্ডে বাস পরিষেবা বন্ধ,আসানসোলেও বাস চালকদের বিক্ষোভ।ABP Ananda
ট্রাক ও লরি চালকদের পর, এবার ন্যায় সংহিতায় নতুন পরিবহণ আইনের বিরোধিতায় আন্দোলনে বাস চালকরা। সকাল থেকে কাটোয়া বাস স্ট্যান্ডে বাস পরিষেবা বন্ধ। পথে নামেনি শতাধিক বেসরকারি বাস। আসানসোলেও বাস চালকদের বিক্ষোভ। সিটি বাস স্ট্যান্ডে মিনি বাস দাঁড় করিয়ে রেখে মিছিল তৃণমূল শ্রমিক সংগঠনের। প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে পরিষেবা, চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।