Business Summit: আজ থেকে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন । অংশ নিচ্ছে ৪০ টা দেশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কাল থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। অনুষ্ঠিত হবে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। এবারের সম্মেলনে ৪০টি দেশ অংশ নেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমন্ত্রিত রয়েছেন মুকেশ অম্বানি, সজ্জন জিন্দলরা। এখনও পর্যন্ত যে ক'টা BGBS হয়েছে, তাতে ১৪-১৫ টাকা বিনিয়োগ হয়েছে কি? প্রশ্ন তুলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।
বারুইপুরে মাদক কারবারীর বাড়িতে টাকার পাহাড়
বারুইপুরে মাদক কারবারীর বাড়িতে টাকার পাহাড়। এখনও পর্যন্ত প্রায় ২৬ লক্ষ টাকার হদিশ! বাড়ি ভাড়া নিয়ে মাদকের রমরমা কারবার। বারুইপুর পুলিশ-রাজ্য পুলিশের STF-র অভিযান। বারুইপুরের মণ্ডলপাড়ায় অভিযান, কোটি টাকার মাদক। কোটি টাকা মূল্যের প্রায় ১ কেজি হেরোইনের হদিশ। শাশুড়িকে সঙ্গে নিয়ে জামাইয়ের কারবার, ২জন গ্রেফতার।
টাকার পাহাড়ের হদিশ এই রাজ্যে নতুন নয়। বারবার টাকার গোনার মেশিন আনতে হয়েছে অভিযানের স্থলে। এদৃশ্য বহুবার টিভির পর্দায় দেখেছে রাজ্য। আর প্রতিটা টাকার পাহাড়ের উৎস খুঁজতে গিয়ে ঢিল পড়েছে মৌমাছির চাকে। বলার অপেক্ষা রাখে না, কী কী বিস্ফোরক তথ্য একেকটা মামলায় সামনে বেরিয়ে এসেছে। তবে বারুইপুরে কীভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে মাদকের ব্যবসা চালাচ্ছিল শাশুড়ি ও জামাই ? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। আশা করা যায়, পুলিশি জেলার আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসবে।