Kamalgazi Incident: স্কুটার থেকে নামিয়ে ব্যবসায়ীকে গুলি করে খুন কামালগাজির কুমড়োখালিতে।ABP Ananda LIVE
কামালগাজির কুমড়োখালিতে স্কুটার থেকে নামিয়ে ব্যবসায়ীকে গুলি করে খুন। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতোই গতকাল টাকা কালেকশন করে ফিরছিলেন ব্যবসায়ী শাহিদ মণ্ডল। অভিযোগ, একটি আবাসনের সামনে তাঁর স্কুটার আটকে গুলি করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।