ED On Businessman: কৈখালিতে ED-র হানায় ফোন ছুড়ে ফেললেন শেয়ার ব্যবসায়ী
আর্থিক দুর্নীতির তদন্তে এবার কৈখালিতে ইডি-র অভিযানে মুর্শিদাবাদের বড়ঞার পুনরাবৃত্তি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ধাঁচেই ফোন ছুড়ে ফেললেন ব্যবসায়ী। বাকিবুর রহমান ঘনিষ্ঠ শেয়ার ব্য়বসায়ীর ফ্ল্যাট থেকে পাশের বাড়ির ছাদে ফেলা হল দুটি মোবাইল, দাবি ইডি-র। সকালে কৈখালিতে শেয়ার ব্যবসায়ী হানিস তোশওয়ালের ফ্ল্যাটে হানা দেয় ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তল্লাশি চলাকালীন ব্যবসায়ীর আটতলার ফ্ল্যাট থেকে পাশের বাড়ি ছাদে ফেলে দেওয়া হয় দুটি মোবাইল পরে ওই দুটি মোবাইল ফোন উদ্ধার করেন ইডি-র আধিকারিকর। সন্দেহজনক তথ্য লুকোতেই মোবাইল ফোন ফেলে দেওয়া হয়েছিল বলে অনুমান ইডি-র।