Murshidabad Murder: মর্নিংওয়াকে বেরিয়ে মুর্শিদাবাদের ভরতপুরে খুন ব্যবসায়ী, ক্ষতবিক্ষত মৃত দেহ উদ্ধার

Continues below advertisement

মর্নিংওয়াকে বেরিয়ে মুর্শিদাবাদের ভরতপুরে খুন ব্যবসায়ী। ভরতপুরের সন্ধিপুরের বিলের কাছেই এক ব্যবসায়ীর  ক্ষতবিক্ষত মৃত দেহ উদ্ধার। মৃত ব্যবসায়ীর নাম কাজল দত্ত বয়স ৪৮। প্রত্যেক দিনের মতো আজও কাজল ও তার বন্ধু মর্নিং ওয়ার্ক এ বেরিয়ে ছিলেন। ভরতপুর থেকে,সন্ধিপুর বিলের কাছে মুখোশ পড়া দুই ব্যাক্তি এসে ধারালো অস্ত্রের কোপ মারতে শুরু করে কাজলকে ।পরে ঘটনা স্থলে লুটিয়ে পরে সে,অপর সঙ্গী ছুটে পালিয়ে যাই, এলাকার লোক জন দেখে পুলিশ কে খবর দিলে মৃত দেহ উদ্ধার করে ভরতপুর গ্রামীণ হসপিটালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে বছর 48 এর কাজল দত্তকে।কে বা করা কি কারণে এই খুন খতিয়ে দেখছে ভরতপুর থানার পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram