By Election 2024: নৈহাটিতে ভোট, ভাটপাড়ায় গুলি। নিহত তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি

Continues below advertisement

ABP Ananda Live: নৈহাটিতে চলছে ভোট, ভাটপাড়ায় চলল গুলি। গুলিতে নিহত তৃণমূলের ওয়ার্ড সভাপতি অশোক সাউ। জখম ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি। দোকানে ঢুকে গুলি চালায় বেপরোয়া দুষ্কৃতীরা। এলোপাথাড়ি বোমাও ছোড়ার অভিযোগ স্থানীয়দের। 

 

আরও খবর, নির্বাচনের দিন সকালে বড়মা মন্দিরে পুজো দিতে এসে বেরোনোর সময় ভক্তদের বিক্ষোভের মুখে নৈহাটি উপনির্বাচনে, তৃণমূলের প্রার্থী সনৎ দে । দূরদূরান্ত থেকে আসা ভক্তদের অভিযোগ আজ নির্বাচনের কারণে মন্দির বন্ধ রাখা হয়েছে। মন্দির খোলার দাবিতে প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ। হাড়োয়ায় চাঞ্চল্য, ISF এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি ১৪৬ ও ১৪৭ নম্বর বুথে। হাড়োয়া বিধানসভাকেন্দ্রে তুমুল গণ্ডগোল, বিজেপি প্রার্থীদের সঙ্গে তৃণমূলের এজেন্টদের বচসা। দেগঙ্গার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষাল আবাদ এলাকায় ১৪৬ ও ১৪৭ নম্বর বুথে ISF এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ISF-এর অভিযোগ, ভোট শুরুর আগে তাদের এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় তৃণমূল কর্মীরা। এমনকী, বিরোধীদলের কোনও এজেন্টকেই বুথে বসতে দেখা যায়নি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram