BJP News : তালডাংরায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে শুভেন্দু অধিকারী। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live : তালডাংরায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে শুভেন্দু অধিকারী। বিজেপির প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে প্রচারে শুভেন্দু অধিকারী। 'আবাসের বাড়ি লুঠ করেছে তৃণমূল', দাবি শুভেন্দুর। 'জনজাতির মানুষকে ভোট দিতে দেয় না তৃণমূল', এমনটাই জানাচ্ছেন বিরোধী দলনেতা। আরও খবর, দলীয় কার্যালয়ের ভিতর থেকে বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে চাঞ্চল্য। নিহত পৃথ্বীরাজ নস্কর মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন, গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই বিজেপি নেতা। গত ৭ তারিখ উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোক। রাতে বিজেপি কার্যালয়ের তালা ভেঙে দেহ উদ্ধার করেছে পুলিশ দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ দেহের ময়নাতদন্ত হবে।  সিতাই উপনির্বাচনে এবার তৃণমূল সাংসদের সার্জারির দাওয়াই! 'হোমিওপ্যাথই, অ্যলোপ্যাথি, কবিরাজি করবেন, না হলে কাঁচি চালাবেন'। 'বলটা যেন গোলপোস্টেই যায়, তার জন্য যা করার করতে হবে'। সিতাইয়ের উপনির্বাচনের প্রচারে হুঙ্কার জগদীশ বর্মা বসুনিয়ার। ফের লাইনচ্য়ুত এক্সপ্রেস।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram