BY Election: আজ হাড়োয়ায় উপনির্বাচন, তার আগে উত্তপ্ত শাসন, ISF এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বুথে

Continues below advertisement

ABP Ananda Live: আজ হাড়োয়ায় উপনির্বাচন, তার আগে উত্তপ্ত শাসন। আইএসএফের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।গতকাল রাতে এক ISF সমর্থকের বাড়িতে ঢুকে মারধর করা হয় বলে অভিযোগ। অস্বীকার করেছে তৃণমূল। দেগঙ্গার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষাল আবাদ এলাকায়। ১৪৬ ও ১৪৭ নম্বর বুথে ISF এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নিবলে অভিযোগ উঠেছে। ISF-এর অভিযোগ, ভোট শুরুর আগে তাদের এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় তৃণমূল কর্মীরা। এমনকী, বিরোধীদলের কোনও এজেন্টকেই বুথে বসতে দেখা যায়নি। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থীর বুথ এজেন্ট প্রাক্তন প্রধান বাবলু পাড়ুই। মাইক্রো অবজার্ভার স্বীকার করেছেন, বুথে সব দলের এজেন্ট নেই। ৬ জন এজেন্ট কোন দলের তা জানেন না। 

আরও খবর, ভোট বলে বন্ধ বড়মা দর্শন! কিন্তু পুজো দিলেন তৃণমূল প্রার্থী I বেরোতেই ভক্তদের তীব্র বিক্ষোভ

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram