By election Live: বাবাকে ছাপিয়ে বিপুল ভোটে জয়ী হাড়োয়ার তৃণমূল প্রার্থী

ABP Ananda Live: বিপুল ভোটে জয়ী হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। হাড়োয়ায় ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস।এদিন সকাল থেকেই হাড়োয়া কেন্দ্রে ক্রমশ পাল্লা ভারী হতে দেখা গিয়েছিল শাসকদলের। এবার এবিপি আনন্দ-এর কাছে মুখ খুললেন হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। এদিন জয়ের পর তিনি বলেন, 'আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সকলেই দন্যবাদ জানাব। আরজি কর কাণ্ড নিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করা হয়েছে, চক্রাক্ত করা হয়েছে, বিভিন্ন কটুক্তি করা হয়েছে, যেভাবে আমাদের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ এই রায় দিয়েছে।' কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। বললেন হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola