By Election: ২ জুন মনোনয়ন জমার শেষ দিন, পানিহাটি, ঝালদার উপ নির্বাচন নিয়ে কাল বিজ্ঞপ্তি প্রকাশ।Bangla News
পানিহাটি, ঝালদার ১টি করে ওয়ার্ডে উপ নির্বাচন। কাল সকাল ১০ ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ। সকাল ১১ থেকে দুপুর ৩ পর্যন্ত জমা নেওয়া হবে মনোনয়ন। ২ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন হবে ইভিএমে। আদর্শ আচরণবিধি লাগু হবে শুধু ভোটের জায়গায়। রাত ৯ থেকে সকাল ৯ পর্যন্ত কোনও মিছিল-মিটিং নয়। কোনও কেন্দ্রীয় বাহিনীর কথা এখনও হয়নি।
Tags :
এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ By Election State Election Commission Panihati Jhalda Ananda Live এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ উপনির্বাচন পশ্চিমবঙ্গে উপনির্বাচন এবিপি আনন্দ