ByPoll Result: তৃণমূলেরই মানিকতলা, বাগদা দখল, 'কামব্যাক' কৃষ্ণ-মুকুটের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: লোকসভার পর প্রথম পরীক্ষাতেও জয়ের ধারা অব্যাহত রেখে ঝড় জোড়াফুলের। চার কেন্দ্রের উপনির্বাচনে জিতল তৃণমূল। বিজয় মিছিল, আবিরখেলায় উল্লাস।চারে ৪ তৃণমূল ।

আরও খবর..


প্রভাবশালী পরিচয়ে সরকারি দফতরে গাড়ি ভাড়ার ব্যবস্থা করে দেওয়ার টোপে মুকুন্দপুরের বাসিন্দাকে আর্থিক প্রতারণা করার অভিযোগ উঠল। অভিযুক্তকে গ্রেফতার করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। শুধু ধৃতের কাছ থেকে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।  

কোথাও সালিশি মাতব্বরি। কোথাও আবার তোলা না পেয়ে তাণ্ডব, গুন্ডাগিরি। চোপড়া, আড়িয়াদহ থেকে কাশীপুর। দিকে দিকে দুষ্কৃতী-দৌরাত্ম্য। নাম জড়াচ্ছে শাসক নেতাদের। তৃণমূলের একাধিক সাংসদ-বিধায়কের পাশে পাশে দেখা গিয়েছে আড়িয়াদহের জয়ন্ত সিংহের একাধিক ছবি। ঠিক তেমনই আবার কাশীপুরে প্রোমোটারের ওপর হামলায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানার ছবি দেখা যাচ্ছে কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola