ByPoll Result: লোকসভায় হেরেও রাণাঘাট দক্ষিণে উপনির্বাচনে জয় ছিনিয়ে নিলেন মুকুটমণি অধিকারী | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: রানাঘাট দক্ষিণেও জয় তৃণমূলের। ৩৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় মুকুটমণি অধিকারীর। রানাঘাটে মুকুটে মণি

 রানাঘাট দক্ষিণ উপনির্বাচনে ৩৮ হাজারের বেশি ভোটে জয় পেলেন মুকুটমণি অধিকারী। এই মুকুটমণিকে ঘিরে নানা রকম বিতর্ক ছিল। ২০২৪ লোকসভা ভোটের আগেই  বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুটমণি এবার লোকসভা ভোটে হেরে গেলেও উপনির্বাচনে তৃণমূলের ভরসা রাখলেন। জয় পেলেন বড় ব্যবধানে। জয়ের ক্রেডিট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। 

ধানসভা উপনির্বাচনেও(WB By Election 2024) জয়ের ধারা অব্যাহত তৃণমূলের। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা-চারটি আসনেই জয়ী হয়েছে জোড়াফুল শিবির। সবুজ আবির উড়িয়ে রাজ্যে জয় উদাপন করছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। সেই আবহেই জয়ের জন্য বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মানুষের জন্যই এই জয় সম্ভব হয়েছে বলে জানালেন। (Mamata Banerjee)শনিবার বিধানসভা উপনির্বাচনেও তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়েছে। ব্যবধানের নিরিখে বিরোধী দলগুলি কার্যতই ধারেকাছে নেই। সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এদিন বাংলার মানুষকে ধন্যবাদ জানান মমতা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola