Cabinet Reshuffle: 'দফতর নিয়ে চিন্তিত নই, দলনেত্রী যা দায়িত্ব দেবেন মন দিয়ে পালন করব', প্রতিক্রিয়া পার্থ ভৌমিকের I Bangla News
'সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রণকৌশল পালন করতে বলেছিলেন তা করেছি। এটা একটা নতুন ক্ষেত্র কিন্তু কাজটা একই। ওঁরা যা বলবেন তাই করব। কোন দফতর সামলাব তা নিয়ে চিন্তিত নই। দলনেত্রী যতটুকু দায়িত্ব দেবেন, সেটুকু মনপ্রাণ দিয়ে পালন করব। এর আগেও তাই করেছি, এখনও তাই করব।' পূর্ণমন্ত্রী হওয়ার পর প্রতিক্রিয়া পার্থ ভৌমিকের।
Tags :
ABP Ananda Cabinet Reshuffle ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Partha Bhowmick এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Bangla News