Kolkata News: লেক ক্লাবে জমে উঠল ক্যালকাটা ডিবেটিং সার্কল-এর উদ্যোগে আয়োজিত বিতর্ক সভা
ABP Ananda Live: পক্ষের যুক্তি, বিপক্ষের পাল্টা। জমজমাট বাগ্যুদ্ধ। শনিবার সন্ধেয় লেক ক্লাবে জমে উঠল ক্যালকাটা ডিবেটিং সার্কল-এর উদ্যোগে আয়োজিত বিতর্ক সভা।
গুরুতর আঘাত, সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর! মেসি সফরে চরম বিশৃঙ্খলায় একাধিক মামলা রুজু
পরিকল্পনামাফিক হল না অনুষ্ঠান, ভেস্তে গেল যাবতীয় আনন্দ, উত্তেজনা, উচ্ছ্বাস। সময়ের আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি (Lionel Messi)। আর দর্শক যখন বুঝলেন যে, তাঁরা মেসি-কে আর দেখতে পাবেন না, তখনই ক্ষোভের বিস্ফোরণ। প্রথমে মাঠের দিকে উড়ে আসতে থাকে জলের বোতল। তারপরেই গ্যালারি থেকে মাঠে নেমে আসেন দর্শকেরা। চলে চেয়ার ভাঙচুর। আর এবার, এই বেনজির বিশৃঙ্খলায় ২টি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ।
প্রসঙ্গত, গতকালই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। আর এই ঘটনায়, ২টি মামলা রুজু করেছে পুলিশ। চূড়ান্ত অব্যবস্থার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে আয়োজকদের বিরুদ্ধে। আর অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে দ্বিতীয় মামলা দায়ের করেছে পুলিশ। গুরুতর আঘাত, সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা দায়ের করেছে পুলিশ। আয়োজকদের বিরুদ্ধে মামলায় গ্রেফতার করা হয়েছে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। সূত্রের খবর, আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে ধৃত শতদ্রু দত্তকে। বিধাননগর আদালত চত্বরে পুলিশ ও RAF-এর কড়া নিরাপত্তা।