Calcutta High court : সামসেরগঞ্জের জাফরাবাদের ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ নিহত হরগোবিন্দ দাসের পরিবার
ABP Ananda Live: মুর্শিদাবাদ-দাঙ্গায় নিহত হয়েছিলেন হরগোবিন্দ-চন্দন দাস। গত ১২ এপ্রিল, 'হিন্দু' বলে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছিল বলে গুরুতর অভিযোগ ওঠে। এবার সেই হত্যাকাণ্ডে, CBI তদন্ত চেয়ে হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের অতিসক্রিয়তার অভিযোগেও হাইকোর্টে নিহতের পরিবার।
'মুর্শিদাবাদে প্ল্যান করে হিংসা লাগানো হয়েছে ' বহরমপুরে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
এদিন মুখ্যমন্ত্রী বলেন, কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন। পালে বাঘ না পড়লেও, তাঁরা বাঘ বাঘ করে চিৎকার করে, রাজনৈতিক ফায়দা নেয়। এবং তাঁরাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। আমি কাউকে শত্রু বলে মনে করি না। .. কিন্তু দাঙ্গা যারা লাগায়, তাঁদের আমি মিত্র বলে মনে করি না। মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে, মাত্র দুটি ওয়ার্ডে গন্ডোগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে, কীকরে করিয়েছেন, কীভাবে করিয়েছেন, আমি এই কটা দিন ধরে অনেক ক্রসচেক করেছি।এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে। দু-তিনটে লোক আছে, তাঁরা এই গন্ডোগোল পাকাচ্ছে। তাঁরা নাকি বিরাট বিরাট ধর্মনেতা। মানে ধর্মের নামে বিধর্মী নেতা। অনেক বড় বড় কথা বলে। আর আর্থিক উৎস...আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তাঁরাই বলে দেবে। আমি পরিষ্কার বলছি, এর টোটাল সত্য সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। কারা করেছে, কীভাবে প্ল্যান করে করেছে।'