Abhijit Ganguly: ভোটের লড়াইয়ে যাওয়ার কথা ঘোষণা করেই TMC-কে পাল্টা চ্যালেঞ্জ,বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Continues below advertisement

ABP Ananda LIVE: বঙ্গ রাজনীতিতে নাটকীয় পটপরিবর্তন, বিচারপতি থেকে ভোটের লড়াইয়। ইস্তফা দিয়ে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। এবিপি আনন্দে এক্সক্লুসিভ (ABP Ananda Exclusive) সাক্ষাৎকারে জানিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় মঙ্গলবার ইস্তফা, সম্ভবত বৃহস্পতিবার বিজেপিতে (BJP) যোগদান। তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোটের লড়াইয়ে যাওয়ার কথা ঘোষণা করেই তৃণমূলকে (TMC) পাল্টা চ্যালেঞ্জ। 'মাঠে নেমে লড়াই করতে বারবার বলেছিল ক্ষমতাসীন দল'। 'তৃণমূলে যোগ দেওয়ার কোনও প্রশ্নই নেই'। তৃণমূলের চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা চ্যালেঞ্জ বিচারপতি গঙ্গোপাধ্যায়। 'ইতিহাসে মৌর্য্য সাম্রাজ্যের কথা পড়েছি, আর এটা চৌর্য সাম্রাজ্য'। দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে বিচারপতি গঙ্গোপাধ্যায়। 'তৃণমূলের শাসনে পিছিয়ে পড়েছে বাংলা(West Bengal), চলছে অপমানজনক অধ্যায় '। 'সবদিকে একটা অন্ধকার নেমে আসছে, এই অন্ধকার থেকে মুক্ত হতেই হবে'। 'অন্তর বলছে, আদালতে আমার কাজের সময় শেষ হয়েছে'। 'এবার মানুষের জন্য বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে'। 'বিচারপতি হিসেবে কাজ শেষ হয়েছে, নতুন করে কিছু করার নেই'। ইস্তফা দেওয়ার কথা জানিয়ে এবিপি আনন্দে জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram