Calcutta High Court : ‘শুয়োর’ নিখোঁজ মামলায় পুলিশি তদন্তে খুশি নয় হাইকোর্ট। Bangla News
‘শুয়োর’ নিখোঁজ মামলায় পুলিশি তদন্তে খুশি নয় হাইকোর্ট। শুয়োর ‘ঘনার’ নিখোঁজ মামলার তদন্তে খুশি নয় কলকাতা হাইকোর্ট। কল্যাণী থানার তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি শম্পা সরকার। ‘রানাঘাটের পুলিশ সুপারের নজরদারিতে চালাতে হবে তদন্ত’, ‘কেন প্রিভেনশন অফ অ্যানিম্যাল অ্যাক্টে অভিযোগ নয় ?’‘তদন্তকারী অফিসারের বিরুদ্ধে পুলিশ সুপারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে’, ‘ঘনাকে যারা অপহরণ করেছে, তাদেরকে এখনও চিহ্নিত করা হয়নি কেন ?’, ‘অবিলম্বে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিক পুলিশ’, ‘শুয়োর’ নিখোঁজ মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের।
Tags :
Police Pig ABPAnanda #ABPAnandaLive CalcuttaHighCourt Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর