Calcutta High Court: কালিয়াগঞ্জকাণ্ডে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করল কলকাতা হাইকোর্ট

Continues below advertisement

কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মামলায় বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করল কলকাতা হাইকোর্ট। আর সেইসঙ্গে ফের একবার রাজ্য় পুলিশের ওপর চরম অনাস্থা প্রকাশ করল আদালত। আর অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল, বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা যে ৩ জনের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে দিয়েছেন, তাতে রয়েছে CBI-এর প্রাক্তন অ্য়াডিশনাল ডিরেক্টর উপেন বিশ্বাস, রাজ্য় পুলিশের প্রাক্তন IG পঙ্কজ দত্ত এবং কলকাতা পুলিশের স্পেশাল CP 1 (ওয়ান) দময়ন্তী সেন। বিচারপতি মান্থা আরও জানিয়েছেন, আদালতের নজরদারিতে হবে SIT-র তদন্ত। প্রয়োজন মনে করলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে পারবে SIT। বুধবার এই মামলায়, বিচারপতি মান্থা বলেন, প্রচণ্ড চাপের মুখে কাজ করতে পারছে না পুলিশ। সুরতহাল ও ময়নাতদন্তের সময়ের মধ্যে সন্দেহজনক পার্থক্য রয়েছে। তাই এই সিট গঠন। সত্য সামনে আসা দরকার। নিয়ম অনুযায়ী, ইনকোয়েস্ট বা সুরতহালের সময় পরিবারের সদস্য়কে উপস্থিত থাকতে হবে। বিচারপতি জানিয়েছেন, এই ক্ষেত্রে পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram