TET : ২০১৪ ও ২০১৭-র টেট অনুত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দিল হাইকোর্ট

Continues below advertisement

২০১৪ ও ২০১৭-র টেট অনুত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দিল কলকাতা হাইকোর্ট। ১৬ জন অনুত্তীর্ণ চাকরিপ্রার্থী ২০২২-এর প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। ফর্ম পূরণের অনুমতি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাকারীদের দাবি, এই চাকরিপ্রার্থীরা দেড়শোর মধ্যে ৮২ নম্বর পেয়েছেন। ফলে এঁদের গড় নম্বর ৫৪.৬৭ শতাংশ। নিয়ম অনুসারে ৫৪.৬৭-কে ৫৫ নম্বর হিসাবে গণ্য করতে হবে। ৫৫ নম্বর পেলেই এঁরা যোগ্য প্রার্থী হিসাবে মান্যতা পাবেন। মামলাকারীদের আরও দাবি, ২০১৭-র টেটে ৮টি প্রশ্ন ভুল ছিল, যা নিয়ে মামলা বিচারাধীন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram