Scam:‘যেদিন ২০১৬-র পুরো প্যানেল বাতিল করব, সেদিন ঢাকি সমেত বিসর্জনের মানে বলব’,বিচারপতি গঙ্গোপাধ্যায়
Continues below advertisement
সাড়ে ৪২ হাজার প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের। ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি। ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব, মন্তব্য বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের। ‘যেদিন ২০১৬-র পুরো প্যানেল বাতিল করব, সেদিন ঢাকি সমেত বিসর্জনের মানে বলব’। ‘মানিক ভট্টাচার্য পর্যন্ত পৌছনোর ক্ষমতা নেই বলে, চাকরি পায়নি মামলাকারীরা’, মন্তব্য বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের। ২০১৬-র নিয়োগপ্রক্রিয়ায় চাকরির আবেদন জানিয়ে মামলা করেন ১৪০ জন অপ্রশিক্ষিত প্রার্থী। নম্বর বিভাজনের প্রকাশিত তালিকায় অনেক অপ্রশিক্ষিত প্রার্থীর সুপারিশপত্র পাওয়ার অভিযোগ। মামলাকারীদের আরও বেশ কিছু নথি পেশের নির্দেশ বিচারপতির। ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
Continues below advertisement
Tags :
ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Scam Recruitmentscam Abhijitgangopadhyay