Recruitment Scam Case : মাধ্য়মিকের মধ্যে ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল করলে পরীক্ষায় প্রভাব পড়তে পারে, পর্যবেক্ষণ বিচারপতির
মাধ্য়মিক চলার মধ্যে ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল করলে পরীক্ষায় তার প্রভাব পড়তে পারে। মাধ্যমিক মিটলে এ নিয়ে পদক্ষেপ করা হবে। নিয়োগ দুর্নীতি মামলায় এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসুর। তাহলে কি মাধ্য়মিক মিটলে আরও অযোগ্য় প্রার্থীর চাকরি যেতে চলেছে? বাড়ছে জল্পনা।