Justice Biswajit Basu : 'যারা এই দুর্নীতিতে যুক্ত, তাদের কাউকে ছাড়া হবে না' : বিচারপতি বিশ্বজিৎ বসু
নিয়োগ-দুর্নীতির মামলায় কড়া পর্যবেক্ষণ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলায় কড়া মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুও। সোমবার তিনি বলেন, যারা এই দুর্নীতিতে যুক্ত, তাদের কাউকে ছাড়া হবে না। যা সাহায্য লাগবে, আদালতে এসে জানাবেন। সবরকম সাহায্য করবে আদালত।
Tags :
ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Scam Calcuttahighcourt Justicebiswajitbasu