High Court: 'এই নিয়োগপ্রক্রিয়া থেকে ভাল কিছু কুঁজে পাওয়া কঠিন', মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের
SSC Recruitment: শেষ হল এসএসসির নিয়েগ দুর্নীতি(SSC Recruitment Scam) মামলার শুনানি, রায়দান স্থগিত। 'এই নিয়োগপ্রক্রিয়া থেকে ভাল কিছু কুঁজে পাওয়া কঠিন'। 'অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল করা উচিত', মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। SSC নিেয়োগ দুর্নীতি মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের। গত ৫ ডিসেম্বর থেকে শুরু হয় এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। প্রায় সাড়ে ৩ মাস ধরে চলেছে এসএসসির নিয়োগ দুর্নীতি মমলার শুনানি। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হাইকোর্টের (High Court)বিশেষ বেঞ্চে শুনানি শেষ।